১। আবেদন পত্রটি লিখিতভাবে দাখিল করতে হবে।
২। যে ইউনিয়ন পরিষদের নিকট আবেদন করা হবে সে ইউনিয়ন পরিষদের নাম ঠিকানা থাকতে হবে।
৩। আবেদনকারী এবং প্রতিবাদীর নাম,ঠিকানা ও পরিচয় থাকতে হবে।
৪। সাক্ষী থাকলে সাক্ষীর নাম,ঠিকানা ও পরিচয় থাকতে হবে।
৫। ঘটনা,ঘটনা উদ্ভবের কারণ,ঘটনার সথান ও ইউনিয়ননের নাম,সময়,তারিখ থাকতে হবে।
৬। নালিশ বা দাবির ধরন,মূল্যমান থাকতে হবে।
৭। ক্ষতির পরিমাণ,প্রার্থিত প্রতিকার থাকতে হবে।
৮। পক্ষদ্বয়ের সম্পর্ক উল্লেখ থাকতে হবে।
৯। সাক্ষীদের ভূমিকা থাকতে হবে।
১০। মামলা বিলম্বে দায়ের করা হলে তার কারণ উল্লেখ থাকতে হবে।
১১। আবেদকারীর সাক্ষর থাকতে হবে।
১২। মামলা দায়েরের তারিখ থাকতে হবে। (ধারা ৩)
|
বরাবরে
চেয়ারম্যান মহোদয়
১৩নং বাজালিয়া ইউনিয়ন পরিষদ
সাতকানিয়া, চট্টগ্রাম।
বিষয়ঃ অভিযোগ।
ছিদ্দিক আহমদ, পিতা- মৃত সৈয়দ আহমদ, সাং- বাজালিয়া, ওয়ার্ড-০৪, সাতকানিয়া, চট্টগ্রাম।
-------------------- বাদী।
বনাম
১। মোস্তাক আহমদ, পিতা- মৃত কামাল মিয়া, সাং- বাজালিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম, ২। আক্কাস, পিতা- মৃত সৈয়দ মিয়া, বর্তমান সাং- বাজালিয়া (পুরানগড়, ওয়ার্ড-০৬), সাতকানিয়া, চট্টগ্রাম।
-------------- বিবাদী।
জনাব,
যথাযথ সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি বাদী বাজালিয়া ইউনিয়নের বাসিন্দা এবং বিবাদীও বর্তমানে একই ইউনিয়নের বাসিন্দা হয়। আমি বাদী বিবাদীগনের বিরুদ্ধে নিম্নোক্ত বিষয়ে প্রতিকার প্রার্থনা করিতেছিঃ-
১। ১নং বিবাদী বিগত ২৬/১১/২০১২ইং তারিখে আমাদের বিরুদ্ধে সাতকানিয়া থানা বরাবরে একটি এসডি দায়ের করে, যাহার নং- ২০৭০, সেই মোতাবেক থানা হইতে আমাদের বরাবরে নোটিশ প্রদান করে। উক্ত নোটিশ পাওয়ার পর আমরা যথানিয়মে হাজির হয়ে থানার দায়িত্বরত অফিসারের কাছে আমাদের যাবতীয় বাদীর অভিযোগের আলোকে কাগজপত্র প্রদর্শন করি। কিন্তু উক্ত কাগজপত্রের আলোকে ২৮/০১/২০১৩ইং তারিখে বিবাদী কোন অজুহাত দেখাতে না পারিয়া একটি আপোষনামা সম্পাদিত হয়।
২। বিবাদীগন অজ্ঞাতনামা ৮/১০জন লোক নিয়ে আমাদেরকে প্রতিনিয়ত হুমকি প্রদর্শন করে আসতেছে। বিবাদীদের এই ব্যাপারে তাহাদের অভিযোগ সম্পর্কে থানায় আপোষ হওয়ার পরও কি কারনে আমাদেরকে এই ধরনের হুমকি প্রদর্শন করিতেছে জানিতে চাহিলে তাহারা কোন সদউত্তর না দিয়ে বরংচ আমাদেরকে বারবার হয়রানি করিয়া আসিতেছে।
৩। বিবাদীদের এহেন আচরণ হইতে আমি আপনার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য অত্র অভিযোগ দাখিল করিলাম।
অতএব মহোদয় বিনীত আরজ বিবাদীগণকে তলবপূর্বক আপনার গ্রাম আদালতের মাধ্যমে সুরাহা করন এবং সমাধানের জন্য আপনার যেন একান্ত মর্জি হয়।
নিবেদক
(ছিদ্দিক আহমদ)
পিতা- মৃত সৈয়দ আহমদ,
সাং- বাজালিয়া, ওয়ার্ড-০৪, সাতকানিয়া, চট্টগ্রাম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস