Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পূর্ববতী মামলার রায়

১৩নং বাজালিয়া ইউনিয়ন পরিষদ

বাজালিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম।

গ্রাম আদালত

অভিযোগ নং- ১৭/২০১৩

 

 

১। ফারুখ আহমদ, পিতা- মৃত হাজী খাইর আহমদ   ২। শাহানা আক্তার গং, স্বামী- মনির আহমদ, সাং- বড়দুয়ারা, উপজেলা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম।

বনাম

১। আবুল কাশেম, পিতা- মৃত আব্দুল বারী,   ২। আহামদ মিয়া (প্রকাশ- আহমদ হোসেন), পিতা- মৃত আব্দুল বারী,  ৩। রওশন আকতার, স্বামী- মৃত আব্দুল বারী,   ৪। রোকেয়া বেগম (মাবিয়া), পিতা- মৃত আব্দুল বারী, সাং- বড়দুয়ারা, উপজেলা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম।

 

তারিখ

অর্ডার

বিচারকের স্বাক্ষর

২৮/০৩/২০১৩ইং

অদ্য বাদী লিখিত অভিযোগ গ্রহন করিলাম এবং বিবাদী প্রতি চৌকিদার নুরুল কবির মারফত নোটিশ জারীর উদ্দ্যোশে হাওলা করা হয়। তাং- ১৩/০৪/২০১৩ইং

স্বাক্ষরিত

১৩/০৪/২০১৩ইং

অদ্য বাদী-বিবাদী হাজিরার দরখাস্ত দাখিল করিয়াছে এবং বিবাদী ১৫ দিনের সময়ের আবেদন করিয়াছে। উভয়ের হাজিরা ও আবেদন নথিভুক্ত আছে। উভয়ের দুইজন প্রতিনিধির নাম দাখিল করিয়াছে। প্রতিনিধি ফরম নথিভুক্ত আছে। তাং- ২৭/০৪/২০১৩

স্বাক্ষরিত

২৭/০৪/২০১৩ইং

অদ্য বাদী-বিবাদী হাজিরার দরখাস্ত দাখিল করিয়াছে। উভয়ের  হাজিরা নথিভুক্ত আছে। বাদী পক্ষ আগামী ০৪/০৫/২০১৩ইং প্রতিনিধির ব্যয়ভার বাদীপক্ষ বহন করিবে। কারন প্রতিনিধির কারনে মামলা শুনানী দীর্ঘায়িত করা যাবেনা। তারিখ আগামী- ০৪/০৫/২০১৩

স্বাক্ষরিত

০৪/০৫/২০১৩ইং

অদ্য বাদী- বিবাদী হাজির উভয়ের হাজিরা নথিভুক্ত আছে। বাদী-বিবাদীর প্রতিনিধির লিখিত বক্তব্য দাখিল করিয়াছে অধিকরত শুনানী ও নিষপত্তির জন্য আমলে নেওয়া হইল। তাং- ১১/০৫/২০১৩

স্বাক্ষরিত

১১/০৫/২০১৩ইং

অদ্য বাদী-বিবাদী উভয়ে হাজির আছে উভয়পক্ষকে পুনঃ বক্তব্য দেওয়ার জন্য আগামী ১৩/০৬/২০১৩ইং ধার্য্য করা গেল।

স্বাক্ষরিত

১৩/০৬/২০১৩ইং

অদ্য বাদী-বিবাদী উভয়ে হাজিরার দরখাস্ত দাখিল করিয়াছে।

স্বাক্ষরিত

১৩/০৬/২০১৩ইং

অদ্য বাদী-বিবাদী হাজিরার দরখাস্ত দাখিল করিয়াছে। উভয় পক্ষের হাজিরা নথিভুক্ত আছে। বাদী- বিবাদরি যাবতীয় কাগজপত্র পর্যালোচনাক্রমে অত্র আদালত এই মর্মে নিষ্পত্তি প্রকাশ করিতেছে যে, মৌজা- বড়দুয়ারা, আরএস জরিপের ৩৭০/৮০২ খতিয়ানের দাগ নং- গুরা মিয়ার নামে ১৬ শতক জরিপ রেকর্ডভুক্ত আছে।

উক্ত খরিদ মূলে ৪ শতক জায়গা সওজ অধিগ্রহনের ফলে অবশিষ্ট ১২ শতক বা ৬ গন্ডা জাযগা বিএস খতিয়ান নং- ৬৪১ দাগ নং- ২৫৫ মূলে বাদীগংদের নামে রেকর্ডভুক্ত এবং সে মূলে নামজারী হয়। কিন্তু স্থানীয় তদন্তে দেখা যায় উক্ত জায়গার উপর বাড়ী-ঘর নির্মান করে বিবাদীগন অবৈধভাবে ভোগ দখলে স্থিত আছে।

বিবাদীগন উক্ত দাগের তাহাদের স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেনাই তাই ধরনা করা হচ্ছে উক্ত দাগে বিবাদীদের কোন স্বত্ব নাই।

অতএব আদেশ হইল যে, বাদী কর্তৃক প্রদত্ত অভিযোগ যথাযথ সত্য এবং বাদী দাখিলকৃতি অভিযেগের আলোকে বিবাদীকে বাদীর জায়গায় উপর অবৈধ স্থাপনা সরিয়ে বাদীর জায়গা ছাড়িয়া দেয়ার নির্দেশ দিয়ে অত্র অভিযোগ দু’তরফাভাবে নিষ্পত্তি করা গেল।

স্বাক্ষরিত